আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

‘ও’র পরিবর্তে ‘এবি’ পজিটিভ রক্ত পুশ, প্রসূতির মৃত্যু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৪-১৪ ০১:২৮:৪৯

সিলেটভিউ ডেস্ক ::গাইবান্ধায় ভুল চিকিৎসায় মিম ইসলাম (২৩) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, ‘ও’ পজিটিভ রক্তের পরিবর্তে ‘এবি’ পজিটিভ রক্ত পুশ করায় তার মৃত্যু হয়।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় গাইবান্ধা জেলা সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার (১২ এপ্রিল) সকালে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার কামারপাড়া গ্রামের শাহিন মিয়ার সন্তানসম্ভবা স্ত্রী মিম ইসলামকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের পরামর্শে মঙ্গলবার দুপুরে অপারেশনের মাধ্যমে কন্যাসন্তান জন্ম দেন তিনি।

অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতাল কর্তৃপক্ষের রক্ত লাগবে বলে জানায়। বিকেলে হাসপাতালের চাহিদা অনুযায়ী ‘এবি’ পজিটিভ গ্রুপের রক্ত এনে দেন রোগীর স্বজনরা। দুই ব্যাগ ‘এবি’ পজিটিভ রক্ত দেয়ার পর প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর মারা যান মিম।

এ ঘটনায় রোগীর স্বজনদের সন্দেহ তৈরি হয়। পরে তারা আগের বিভিন্ন ক্লিনিক থেকে পরীক্ষার রিপোর্টে রোগীর রক্তের গ্রুপ দেখেন ‘ও’ পজিটিভ। এ সময় মিমের স্বজনরা বিক্ষোভ শুরু করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্বজনদের অভিযোগ, মিম ইসলামের পরিবারের অনেকেরই রক্তের গ্রুপ ‘ও’ পজিটিভ। কিন্তু চিকিৎসক ‘এবি’ পজিটিভ রক্ত চাওয়ায় সেই গ্রুপের রক্ত সংগ্রহ করে দিয়েছেন তারা। চিকিৎসক ভুল গ্রুপের রক্ত পুশ করার পর রোগীর অবস্থার অবনতি হয়। অল্প সময়ের ব্যবধানে তিনি মারা যান। এ ঘটনার প্রতিবাদ করায় উল্টো স্বজনদের ওপর হামলার করেছে গাইবান্ধা জেলা হাসপাতাল কর্তৃপক্ষ। তারা এ ঘটনার বিচার দাবি করেছেন।

সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. তাহেরা আক্তার মনি জানান, অতিরিক্ত রক্তক্ষরণেই রোগী মারা গেছেন। চারজন চিকিৎসক অনেক চেষ্টা করেছেন। তারপরও রোগীকে বাচানো সম্ভব হয়নি। এতে তাদের কোনো ক্রটি নেই বলে জানান তিনি।

বিষয়টি জানার পরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মুজিবুর রহমান। তিনি গণমাধ্যমকে বলেন, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। দোষী প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়া হয়েছে কি-না জানতে চাইলে জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মেহেদী ইকবাল বলেন, এমন ঘটনার বিষয়ে‍ অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।



সিলেটভিউ২৪ডটকম/ জাগো নিউজ / জিএসি-১৮

শেয়ার করুন

আপনার মতামত দিন