আজ বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ইং

'মুভমেন্ট পাস' ওয়েবসাইটে মিনিটে ৪৩ হাজার হিট

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৪-১৭ ২৩:৩৩:৪৩

সিলেটভিউ ডেস্ক :: সরকারের ঘোষিত কঠোর বিধি-নিষেধের ‘লকডাউনে’ জরুরি প্রয়োজনে চলাচলের জন্য পুলিশের চালু করা মুভমেন্ট পাসের ওয়েবসাইটে চার দিনে ১৭ কোটি ২৫ লাখ ৯৭ হাজার ৯০৩টি হিট (নক) হয়েছে। এই হিসাবে প্রতি মিনিটে হিট হয়েছে ৪৩ হাজার ৬০৭টি।

গত মঙ্গলবার থেকে আজ শনিবার দুপুর ১২টা পর্যন্ত ছয় লাখ ২১ হাজার ৩৫৯ জন আবেদন রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে মুভমেন্ট পাস ইস্যু করা হয়েছে চার লাখ ৭৬ হাজার ৩৯৪টি। আজ পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. সোহেল রানা এসব তথ্য জানান।

এদিকে আজই পুলিশ সদর দপ্তর চেকপোস্টে চিকিৎসক ও সাংবাদিকদের হয়রানির ব্যাপারে একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়, পরিচয় যাচাই করাকে কেন্দ্র করে ঘটনাগুলো ঘটছে। বিধিনিষেধ বাস্তবায়নে জরুরি পেশার ব্যক্তিদের পরিচয়পত্র দেখিয়ে পুলিশকে সহায়তার আহ্বান জানানো হয় ওই বিবৃতিতে।

এআইজি সোহেল রানা বলেন, একটি নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট গন্তব্যের জন্য এই মুভমেন্ট পাস ইস্যু করা হয়। ওই সময় শেষ হলে বা নির্ধারিত গন্তব্য থেকে অন্য কোথাও যেতে হলে ফের পাস নিতে হবে। পাস শুধু জরুরি প্রয়োজনে ব্যবহারযোগ্য।

পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনেক মানুষ নিয়ম ভেঙে বাইরে বের হচ্ছেন। জিজ্ঞাসাবাদে অনেকেই বাইরে বেরোনোর সপক্ষে উপযুক্ত কোনো প্রমাণ দিতে পারছেন না। কোনো কোনো ব্যক্তি দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছে পরিচয়পত্র দেখাতেও অনীহা দেখাচ্ছেন। অনেকে পরিচয়পত্র দেখাতেও ব্যর্থ হচ্ছেন।

চলতি বিধিনিষেধের সুনির্দিষ্ট আইনের আওতায় জরিমানা করেছেন পুলিশ সদস্যরা। এ ক্ষেত্রে পুলিশ সদস্যরা আইনের প্রয়োগ করেছেন মাত্র। জরিমানা আরোপকারী পুলিশ সদস্যের এতে ব্যক্তিগত কোনো স্বার্থ নেই।


সিলেটভিউ২৪ডটকম/ কালের কণ্ঠ / জিএসি-১৮

শেয়ার করুন

আপনার মতামত দিন