আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

লকডাউন শেষে স্বর্ণের দাম বাড়বে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৪-১৮ ০৪:১০:১৭

সিলেটভিউ ডেস্ক :: সোনা একটি ধাতব হলুদ বর্ণের ধাতু। বহু প্রাচীনকাল থেকেই মানুষ এই ধাতুর সাথে পরিচিত ছিল। অপরিবর্তনীয় বৈশিষ্ট্য, চকচকে বর্ণ, বিনিময়ের সহজ মাধ্যম, কাঠামোর স্থায়ীত্বের কারণে এটি অতি মূল্যবান ধাতু হিসেবে চিহ্নিত হয়ে আসছে সেই প্রাচীনকাল থেকেই। বর্তমানে বিশ্বজুড়ে করোনা মহামারি মধ্যেও স্বর্ণের দামে বড় উত্থান হয়েছে। এতে সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে উঠে এসেছে দামি এই ধাতুটি। স্বর্ণের পাশাপাশি রুপার দামেও বড় উত্থান হয়েছে। সেই সঙ্গে দাম বেড়েছে আর এক দামি ধাতু প্লাটিনামের।

এদিকে গত সপ্তাহে বিশ্ববাজারে ১ দশমিক ৯১ শতাংশ স্বর্ণের দাম বেড়েছে। একই ধারায় রুপার দাম বেড়েছে ২ দশমিক ৮৪ শতাংশ। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের এমন উত্থান অব্যাহত থাকলে দেশীয় বাজারেও দাম বাড়বে বলে জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা।

তিনি বলেন, স্বর্ণ ও রুপার দাম বিশ্ববাজারের সঙ্গে তাল মিলে চলে দেশীয় বাজারে। বিশ্ববাজারে দাম কমায় মার্চ মাসে দেশের বাজারে দু’দফা স্বর্ণের দাম কমিয়েছি। স্বর্ণ ও রুপার দামের উত্থান অব্যাহত থাকলে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়ানো হবে।

তিনি আরও বলেন, করোনা মহামারির কারণে দেশজুড়ে লকডাউনে জুয়েলারি দোকানগুলো বন্ধ রয়েছে। লকডাউন শেষে দোকানগুলো খেলা হলে আন্তর্জাতিক বাজারের সঙ্গে দেশীয় বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হবে।

বিশ্ববাজারে বড় পতন হওয়ায় মার্চ মাসে দু’দফায় দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাজুস। সর্বশেষ গত ১০ মার্চ ভরিতে স্বর্ণের দাম ২০৪১ টাকা কমায় স্বর্ণ ব্যবসায়ীদের এই সংগঠন।

উল্লেখ্য, গত ৯ মার্চ অনুষ্ঠিত বাজুসের কার্যনির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, ১০ মার্চ থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ৪১ টাকা কমিয়ে ৬৯ হাজার ১১০ টাকায় বিক্রি হচ্ছে। ২১ ক্যারেটের স্বর্ণ ৬৫ হাজার ৯৬০ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৫৭ হাজার ২১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণ ৪৬ হাজার ৮৯০ টাকা বিক্রি হচ্ছে।


সিলেটভিউ২৪ডটকম/ বিডি২৪লাইব /জিএসি-৩৮

শেয়ার করুন

আপনার মতামত দিন