আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

ঝালকাঠিতে ট্রলারডুবি : ৩ জনের মরদেহ উদ্ধার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০১-১০ ১২:১৯:০১

ঝালকাঠি সদর উপজেলার সুগন্ধা নদীতে স্টিমারের ধাক্কায় ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ ইঞ্জিনচালিত নৌকার তিন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালে ঘটনার ৪ দিন পর তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ।

নিহতরা হলেন, নির্মাণ শ্রমিক আলম জোমাদ্দার (৩৫), রাজা মল্লিক (৩৫) ও তসলিম (৩১)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, জোমাদ্দার ও মল্লি­কের মরদেহ সুগন্ধা নদীর পুরাতন কলেজ খেয়াঘাটে সকাল সাড়ে ৭টার দিকে ভেসে ওঠে। আর তসলিমে মরদেহ রাজাপুর উপজেলার মানকি গ্রামের সাইক্লোন শেল্টার এলাকায় সকাল ৮টার দিকে ভেসে ওঠে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এর আগে গত শুক্রবার (০৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ঘন কুয়াশার কারণে সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়েনের রাজাপুর গ্রামের সুগন্ধা নদীতে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী স্টিমার মধুমতির ধাক্কায় নৌকাটি ডুবে যায়। এতে চালকসহ নৌকার ৮ যাত্রী স্থানীয় জেলেদের সহায়তায় তীরে উঠতে সক্ষম হন। বাকি ৩ জন নিখোঁজ রয়ে যায়।

শেয়ার করুন

আপনার মতামত দিন