আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

নূর চৌধুরীকে ফেরত চাইলেন প্রধানমন্ত্রী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৮-১৩ ২০:১৯:১৩

নিউজ ডেস্ক :: বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত নূর চৌধুরীকে ফেরত দিতে কানাডা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরী কানাডায় আছে। তাকে ফেরত দিন।’ রবিবার (১৩ আগস্ট) বাংলাদেশে নিযুক্ত কানাডার বিদায়ী হাইকমিশনার বেনোইট পিয়েরে লারামি  প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এই আহ্বান জানান তিনি। জবাবে কানাডার হাই কমিশনার বলেন, ‘আমি কর্তৃপক্ষকে আপনার অনুরোধ পৌঁছে দেব।’

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডে দেশের বাইরে থাকায় ছোট বোন শেখ রেহানা ছাড়া পরিবারের সব সদস্যকে হারানোর বিষয়টি উল্লেখ করেন শেখ হাসিনা।

আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে কানাডার হাই কমিশনার বলেন, ‘আমরা সবার অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চাই।’ এ সময় স্বচ্ছ ভোটবাক্স চালুসহ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতকরণে আওয়ামী লীগের বিভিন্ন উদ্যোগ ও অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘৭৫-এর ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার পর ২১ বছর এ দেশে গণতন্ত্র ছিল না। আমরাই মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করেছি।’

গত সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা একটি কোয়ালিশন সরকার গঠন করার কথা বলেছিলাম। বিএনপিকে বলেছিলাম, মন্ত্রণালয় চাও দেব। তোমরা আসো।’

শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল মানুষের ভাগ্য পরিবর্তন করা। সমৃদ্ধ বাংলাদেশ গড়া। আমরা তার অসমাপ্ত কাজ সম্পন্নে কাজ করছি। আমরা ১৬ কোটি মানুষের উন্নয়নে কাজ করছি। মানুষের মৌলিক চাহিদা পূরণ করাই আমাদের মূল লক্ষ্য।’

বৈঠকে সন্ত্রাসবাদ প্রসঙ্গে প্রধানমন্ত্রী সন্ত্রাস ও জঙ্গি নির্মূলে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।

বাংলা ভাষা শেখার বিষয়টি উল্লেখ করে কানাডার হাইকমিশনার বলেন, ‘মায়ের ভাষা সংরক্ষণ ও রক্ষা করা গুরুত্বপূর্ণ।’ এ সময় আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন হাই কমিশনার।

এ প্রসঙ্গে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রক্তের বিনিময়ে ভাষার অধিকার প্রতিষ্ঠা ও ২১ শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালনের বিষয়টি উল্লেখ করেন শেখ হাসিনা।

প্রথম দিকে বাংলাদেশকে স্বীকৃতি দাতা দেশগুলোর মধ্যে কানাডাও রয়েছে উল্লেখ করে বেনোইট পিয়েরে লারামি বলেন, ‘দুই দেশের সম্পর্ক আরও জোরদার হচ্ছে।’ স্বাস্থ্য ও শিক্ষা খাতে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন কানাডানার হাই কমিশনার বলেন, ‘উন্নয়নের কাজে বাংলাদেশ সফল।’

সিলেটভিউ২৪ডটকম/ ১৩ আগস্ট ২০১৭/ ডেস্ক/ ইআ

শেয়ার করুন

আপনার মতামত দিন