আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

প্রধান বিচারপতিকে পার্টির বক্তব্য জানিয়েছি: কাদের

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৮-১৩ ২০:২৫:০৭

নিউজ ডেস্ক :: সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে প্রধান বিচারপতিকে দলের অবস্থান অবহিত করেছেন বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেখ কামালের জন্মদিন উপলক্ষে রবিবার শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে সম্মিলিত ক্রীড়া পরিষদ আয়োজিত আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

প্রসঙ্গত, সংবিধানের ষোড়শ সংশোধনী আদালতের রায়ে বাতিল হয়ে যাওয়ার পর এ নিয়ে বিতর্কের মধ্যেই শনিবার রাত ৮টার দিকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার কাকরাইলের সরকারি বাসভবনে সাক্ষাতে যান ওবায়দুল কাদের।

দুজনের মধ্যে দুই ঘণ্টা স্থায়ী বৈঠক হয়। এতে ষোড়শ সংশোধনী বাতিলের রায় ও রায়ের পর্যবেক্ষণ নিয়ে সরকার ও দলের অবস্থান তুলে ধরেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। পরে নৈশভোজে অংশ নেন তিনি।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, আমি প্রধান বিচারপতির বাসভবনে গিয়েছিলাম। আলোচনা করেছি। ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণ নিয়ে আমাদের পার্টির বক্তব্য জানিয়েছি। আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে দীর্ঘক্ষণ।

তিনি বলেন, আলোচনা আরও হবে, আলোচনা শেষ হয়নি। আলোচনা শেষ হওয়ার আগে কোনো মন্তব্য করতে চাই না। সময়মত আপনারা সব জানবেন।

সিলেটভিউ২৪ডটকম/ ১৩ আগস্ট ২০১৭/ ডেস্ক/ ইআ

শেয়ার করুন

আপনার মতামত দিন