আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

কোরবানির আগে কমছে না পেঁয়াজের দাম

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৮-২০ ০০:২৭:৩৪

গত এক মাসে পেঁয়াজের দাম বেড়ে হয়েছে দ্বিগুণ। রাজধানীর বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজের দাম এখন ৫৫ টাকা আর আমদানীকৃত পেঁয়াজের কেজি ৫০ টাকা। কোরবানির ঈদের আগে এই দাম আর কমার সম্ভাবনা নেই বলে জানালেন পাইকাররা। এ ছাড়া রসুন, আদার পাশাপাশি অনেক মসলার দামও বাড়তির দিকে বলে জানিয়েছেন তাঁরা।

কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ী হোসেন আহমেদ বলেন, ‘পেঁয়াজের দামে অস্থিরতা বাড়ছে। এক মাস ধরে পণ্যটির দাম শুধু বেড়েই যাচ্ছে।’

এ ব্যবসায়ী আরো জানান, রাজধানীর বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজের দাম গত এক মাসে ২৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। অন্যদিকে আমদানীকৃত ভারতীয় পেঁয়াজের দাম হয়েছে দ্বিগুণ। প্রতিকেজি বিক্রি হচ্ছে ৫০ টাকায়।

দেশের বন্যা পরিস্থিতি এবং ভারতে পেঁয়াজের দাম বাড়ায় কোরবানির ঈদের আগে সব ধরনের পেঁয়াজের দাম আরো বাড়ার আশঙ্কা করছেন পাইকাররা।

অন্যদিকে কিছুটা দাম বেড়ে আমদানীকৃত রসুনের কেজি বিক্রি হচ্ছে ১২০ টাকায়। এ ছাড়া এখন আদার দামও বাড়তির দিকে।

এ ছাড়া কোরবানির ঈদকে সামনে রেখে দারুচিনি, এলাচ ও জিরার দামও বাড়তে শুরু করেছে বলে জানালেন পাইকাররা।

শেয়ার করুন

আপনার মতামত দিন