আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইং

বিএনপিকে সমাবেশের অনুতি ২৩ শর্তে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১১-১১ ১৬:৪৮:০৫

সিলেটভিউ ডেস্ক :: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ২৩ শর্তে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১২ নভেম্বর বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিয়েছে।

শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশের অনুমতি পাওয়ার কথা জানান।

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়ে ডিএমপিকে চিঠি দেওয়ার ছয় দিন পর বিএনপিকে অনুমতি দেওয়ার এ খবর এলো।

তবে আনুষ্ঠানিকভাবে শনিবার অনুমতি দেওয়া হলেও আগেই সমাবেশের অনুমতি পাওয়ার বিষয়ে মৌখিক আশ্বাস পায় দলটি। সে অনুযায়ী শুক্রবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনে যায়। প্রতিনিধি দলের সদস্যরা সেখানে কীভাবে মঞ্চ তৈরি হবে, কতজন লোক বসতে পারবে, মঞ্চের সামনে কতটুকু জায়গা খালি থাকবে, এসব বিষয়ে মঞ্চনির্মাতাদের সঙ্গে কথা বলেন।

জানা গেছে, বিএনপিকে ডিএমপির দেওয়া শর্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি শর্ত হচ্ছে— সোহরাওয়ার্দী উদ্যানে নির্দিষ্ট এলাকার বাইরে কোনো মাইক ব্যবহার করা যাবে না, বড় কোনো মিছিল নিয়ে সমাবেশে যাওয়া যাবে না, ঢাকার প্রধান সড়কে অবস্থান নেওয়া যাবে না এবং বিকেল ৫টার আগেই সমাবেশ শেষ করতে হবে।

৭ নভেম্বর 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে ওই দিনই সমাবেশ করার অনুমতি চেয়েছিল বিএনপি। তবে ঢাকায় সিপিএ সম্মেলনে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কারণ দেখিয়ে সেদিন তাদের অনুমতি দেয়নি ডিএমপি। পরে বিএনপির পক্ষ থেকে ১২ নভেম্বর সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিকে চিঠি দেওয়া হয়। সমাবেশের একদিন আগে ২৩ শর্তে বিএনপিকে সেই সমাবেশ করার অনুমতি দিলো ডিএমপি।

শেয়ার করুন

আপনার মতামত দিন