আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইং

ইভিএম বন্ধ করে নির্বাচনে সেনাবাহিনী থাকতে হবে: খালেদা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১১-১২ ১৭:৩৮:৫৮

সিলেটভিউ ডেস্ক :: ইভিএম বন্ধ করে সেনাবাহিনী মোতায়েনের মাধ্যমে তাদের হাতে ক্ষমতা দিয়ে নির্বাচনের দাবি জানালেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

রবিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন দাবি রাখেন তিনি।
 
তিনি বলেছেন, একমাত্র নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে। উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, হাসিনার অধীনে নির্বাচন হবে? ভোট দিতে পারবেন? এসময় সমাবেশ থেকে না, না জবাব আসে।
 
তখন খালেদা জিয়া বলেন, ভোট কেন্দ্রে আওয়ামী লীগের গুণ্ডারা থাকে। পুলিশকে পাহারা দিতে বাধ্য করা হয়। তারা এক দিকে সিল মারবে, আর ক্ষমতায় থাকবে।
 
‘নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলতে চাই, আপনি অন্যায় কথা শুনতে পারেন না। এদেশে অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার হতে হবে, ইভিএম বন্ধ করতে হবে’।

নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের জোর দাবি জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, সেনাবাহিনী না দিলে হাসিনার গুণ্ডাবাহিনী পুরো কেন্দ্র দখল করে মানুষের উপর অত্যাচার চালাবে। এজন্য সেনা মোতায়েন করতে হবে এবং তাদের হাতে ক্ষমতা দিতে হবে, যাতে নিরপেক্ষভাবে তারা কাজ করতে পারে।

শেয়ার করুন

আপনার মতামত দিন