আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

রোহিঙ্গা সমস্যা নিয়ে রাজনীতির চেষ্টা করছে বিএনপি : ইনু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১২-০২ ১৬:২০:২৯

সিলেটভিউ ডেস্ক ::  বিএনপি রোহিঙ্গা সমস্যা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। 

শনিবার কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে “ভাসানচর হবে আত্মঘাতী”- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের এমন মন্তব্যের প্রেক্ষিতে তিনি একথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের কক্সবাজারে রাখা নিরাপদ না হলে অন্যত্র সরিয়ে নেওয়া সরকারের সার্বভৌম সিদ্ধান্ত। সুতরাং এই সিদ্ধান্তকে যারা আত্মঘাতী বলছে, তারা রোহিঙ্গা সমস্যা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন। রোহিঙ্গা ইস্যু নিয়ে যারা রাজনীতি করছেন, তারা বাংলাদেশের ক্ষতি করছেন এবং রোহিঙ্গা সমস্যা সমাধানের পথে বাধা সৃষ্টি করছেন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, রোহিঙ্গাদের উদ্বাস্তু হিসেবে বাংলাদেশে রাখা হয়েছে। সুতরাং, রোহিঙ্গাদের ভাসানচরে নেওয়া হোক বা অন্য কোনো জেলায় পুনর্বাসন করা হোক, সেজন্য তাদের প্রত্যাবর্তনের চেষ্টা দুর্বল হয়নি। এক্ষেত্রে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক প্রচেষ্টা অব্যাহত আছে।
 

সিলেটভিউ২৪ডটকম/০২ ডিসেম্বর ২০১৭/ডেস্ক/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন