আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

‘সাধারণ মানুষের রাজনীতি করতেন মহিউদ্দিন চৌধুরী’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১২-১৫ ১৬:২০:১৫

সিলেটভিউ ডেস্ক ::  বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী সাধারণ মানুষের রাজনীতি করতেন। তিনি মানুষের কাছে যেতে পেরেছেন। মানুষের স্বার্থ সংরক্ষণে অনেক সময় বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। রাজনৈতিক-অর্থনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধেও তিনি অবস্থান নিয়েছেন। সেটা রাজনীতিতে একটি বড় গুণ। তার মৃত্যুতে সাধারণ মানুষের রাজনীতিতে প্রভাব পড়বে।

আজ শুক্রবার দুপুরে চট্টগ্রামে মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলের বাসায় গিয়ে এই মন্তব্য করেন তিনি।

বিএনপির এই নেতা আরো বলেন, চট্টগ্রামের রাজনীতিতে দলীয়ভাবে আমাদের ভিন্ন মত থাকলেও, আমাদের মধ্যে এক ধরনের সদ্ভাব সব সময় ছিল। কখনোই সেটা সাংঘর্ষিক পর্যায়ে যেতে দেওয়া হয়নি। সেখানে মহিউদ্দিন চৌধুরীর অবস্থান খুবই ভালো ছিল।

গতকাল বৃহস্পতিবার ভোররাতে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মহিউদ্দিন চৌধুরী। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

সিলেটভিউ২৪ডটকম/১৫ ডিসেম্বর ২০১৭/ডেস্ক/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন