আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে 'পাখি'ও ঢুকতে পারবে না!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০১-০৫ ১৫:১২:৪৯

সিলেটভিউ ডেস্ক ::  ৫ জানুয়ারি উপলক্ষে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট আজ সারা দেশে কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছিল। কিন্তু ঢাকায় কর্মসূচি পালনের অনুমতি পায়নি দলটি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও আশেপাশের এলাকায় কঠোর অবস্থান নিয়েছে পুলিশ।

কার্যালয়ে পাখিও ঢুকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ।

তিনি বলেন, সকালে আমি পার্টি অফিসে গিয়েছিলাম। পুলিশ সারিবদ্ধভাবে এমন অবস্থা নিয়ে দাঁড়িয়েছে যাতে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে একটা পাখিও ঢুকতে না পারে।

শুক্রবার সকাল থেকেই কঠোর অবস্থান গ্রহণ করে পুলিশ। এ ছাড়াও পুলিশ সদস্যদের পাশাপাশি এপিসি, জলকামান ও প্রিজন ভ্যানও রাখা হয়েছে।

উল্লেখ্য, আজ সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে শনিবার ঢাকা মহানগরীর থানায় থানায় বিক্ষোভের কর্মসূচি দিয়েছে বিএনপি।


সিলেটভিউ২৪ডটকম/০৫ জানুয়ারি ২০১৮/ডেস্ক/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন