আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

‘সামনে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হবে’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০১-০৯ ১৪:৪১:০৫

ফাইল ছবি

সিলেটভিউ ডেস্ক ::  দেশের অবস্থা ভালো না মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আওয়ামী লীগের হাতে বিএনপি নিরাপদ নয়, বিএনপির হাতে আওয়ামী লীগ নিরাপদ নয়। কিন্তু জাতীয় পার্টির হাতে সবাই নিরাপদে থাকবে। দেশের অবস্থা ভালো না। আমার ধারণা সামনে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হবে।

মঙ্গলবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে জাতীয় পার্টির যৌথসভায় এসব কথা বলেন তিনি।

এরশাদ আরো বলেন, তোমরা দলকে শক্তিশালী করো, ১৫ ফেব্রুয়ারি ঢাকার মহাসমাবেশে ৫ লাখ লোকের সমাবেশ ঘটাও, ক্ষমতা আমাদের নিশ্চিত।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, কো-চেয়ারম্যান জি এম কাদের, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মুজিবুল হক চুন্নু প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/০৯ জানুয়ারি ২০১৮/ডেস্ক/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন