আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

পথযাত্রা শেষ আল্লামা মাসঊদের

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-১০ ০১:০৪:১৪

চার দিনব্যাপী ঐতিহাসিক পথযাত্রার সর্বশেষ দিন গতকাল বাংলাদেশ জমিয়তুল উলামার উদ্যোগে আলেম-জনতা ঐক্য গড়ার আহ্বানে, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। গতকাল সুনামগঞ্জ পুরান বাস স্ট্যান্ডের সমাপনী জনসভায় তিনি এসব কথা বলেন।

এ সময় পথযাত্রা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা ইয়াহিয়া মাহমুদ, মাওলানা আবদুর রহীম কাসেমী, মাওলানা দেলওয়ার হোসাইন সাইফী প্রমুখ বক্তব্য রাখেন। ৬ অক্টোবর সকাল ১১টায় যশোরের চাঁচড়া মোড়ের জনসভার মাধ্যমে পথযাত্রা শুরু করেন আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। আল্লামা মাসঊদ বলেন, দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। বাংলাদেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, এদেশের এই উন্নয়নের ধারা আঁকড়ে রাখতে হলে আমাদের দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

মাওলানা ইয়াহিয়া মাহমুদ বলেন, আল্লামা মাসঊদ উলামায়ে কেরামের অভিভাবক। সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানবকল্যাণে শান্তির ফতোয়া প্রকাশ করে তিনি প্রমাণ করে দিয়েছেন কওমি মাদ্রাসায় কোনো জঙ্গি নেই।

শেয়ার করুন

আপনার মতামত দিন