আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

মির্জা আব্বাসের মনোনয়নপত্র বাতিল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-০৬ ১৫:৫৫:৪৩

সিলেটভিউ ডেস্ক :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং অফিসার।

বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের আপিল বিভাগের আদেশের পর মনোনয়নপত্র জমা নিয়ে তা বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তা।
এর আগে মির্জা আব্বাসের মনোনয়নপত্র গ্রহণ করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে যাচাই-বাছাইয়ের নির্দেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগের বেঞ্চ। একই সঙ্গে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ইসির আপিল নিষ্পত্তির নির্দেশ দেন আদালত।

গত মঙ্গলবার নির্বাচন কমিশনে থাকা মির্জা আব্বাসের মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানোর নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে রিটার্নিং কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে তার মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন করতে আদেশ দেওয়া হয়।

পরদিন বুধবার মির্জা আব্বাসের মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানোর জন্য হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল করে নির্বাচন কমিশন।

তবে বৃহস্পতিবার সেই আপিল আবেদনের ওপর শুনানি শেষে হাইকোর্টের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ।

সিলেটভিউ ২৪ডটকম/০৬ ডিসেম্বর ২০১৮/এমএইচআর

শেয়ার করুন

আপনার মতামত দিন