আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

চকবাজারে আগুনে নিহতরা শহীদ: আল্লামা শফী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০২-২২ ১৬:৩২:৩৯

সিলেটভিউ ডেস্ক :: পুরান ঢাকার চকবাজারে ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের ‘শহীদ’ আখ্যা দিয়ে তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির ও হাটহাজারী দারুম উলুমের মহাপরিচালক আল্লামা শাহ আমদ শফী।

হেফাজতে ইসলামের আমিরের কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

শোকবার্তায় আল্লামা আহমদ শফী বলেন, অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন, তারা শহীদদের মর্যাদা পাবেন ইনশাআল্লাহ। এ ঘটনায় হতাহতদের পরিবারের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি এবং মসজিদে-মসজিদে বিশেষ দোয়ার আয়োজনের জন্য সম্মানিত ইমাম ও খতিবদের প্রতি অনুরোধ করছি।

তিনি আরও বলেন, চকবাজারে আগুনে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। নিহতদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি দগ্ধদের দ্রুত সুস্থতা কামনা করছি।

উল্লেখ্য, রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের একটি ভবনে বুধবার রাত ১০টা ১০ মিনিটে আগুন লাগে। এ ঘটনায় অন্তত ৬৭ জন নিহত হন। আহত হয়েছেন ৪১ জন।

সিলেটভিউ ২৪ডটকম/২২ ফেব্রুয়ারি ২০১৯/এমএইচআর

সৌজন্যেঃ যুগান্তর

শেয়ার করুন

আপনার মতামত দিন