আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

‘আটঘাট বেঁধে নেমেছি, দ্রুত সময়ে সরানো হবে কেমিক্যাল গোডাউন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০২-২৩ ১৩:২৩:৩৪

সিলেটভিউ ডেস্ক :: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আটঘাট বেঁধে নেমেছি।খুব দ্রুত পুরান ঢাকার মজুদকৃত সকল কেমিক্যাল ও রাসায়নিক পদার্থের গোডাউন নিরাপদ স্থানে সরানো হবে।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চকবাজারের ওয়াহেদ ম্যানশন ভবন পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

কাদের বলেন, এর আগে একাধিকবার পুরান ঢাকার রাসায়নিক পদার্থের গোডাউন সরানোর কথা হয়েছিলো। কিন্তু সম্বনয়হীনতার কারণে সম্ভব হয়নি। এবার সংশ্লিষ্ট সংস্থার সহায়তা এখানকার সব অবৈধ ঝুঁকিপূর্ণ রাসায়নিক গোডাউন নিরাপদ স্থানে সরানো হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

সাংবাদিকদের করা প্রশ্নে তিনি বলেন, ওয়াহেদ ম্যানশনের কেমিক্যাল সরানো আমাদের তৃতীয় কাজ। প্রথম কাজ স্বজনদের কাছে লাশ পৌঁছে দেওয়া। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা।

শিল্পমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, শিল্পমন্ত্রী সেভাবে বলেনি, যেভাবে মিডিয়ায় এসেছে। উনি বলেছেন সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত।

এ সময় ঝুঁকিপূর্ণ সিলিন্ডার ব্যবহারের পরিবর্তে বিকল্প কিছু চিন্তা করছে সরকার বলেও জানান সেতুমন্ত্রী।

সিলেটভিউ ২৪ডটকম/২৩ ফেব্রুয়ারি ২০১৯/এমএইচআর

সৌজন্যেঃ পূর্বপশ্চিম

শেয়ার করুন

আপনার মতামত দিন