আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

এপিডিইউ'কে সঙ্গে নিয়ে গণতন্ত্র পূর্ণদ্ধার করবে বিএনপি: ফখরুল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-১৬ ১৮:০২:৩০

সিলেটভিউ ডেস্ক ::  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,  আন্তর্জাতিক সংস্থা এশিয়া প্যাসিফিক ডেমোক্রেট ইউনিয়ন (এপিডিইউ) সাথে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করবে বিএনপি।

শনিবার (১৫ মার্চ) দুপুর ৩টার দিকে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাচুরিয়া গ্রামে বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপি একদিন আগে এপিডিইউ-এর সদস্য পদ লাভ করেছে। আর এই সংস্থার কাজ গণতন্ত্র পুনরুদ্ধার করা। আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করব। বিএনপির কয়েকজন নেতার পদত্যাগের ব্যাপারে তিনি কোনো উত্তর না দিয়ে আওয়ামী লীগ ভোট ডাকাতি করেছে বলে অভিযোগ করেন।

এর আগে প্রয়াত মহাসচিবের কবর জিয়ারত ও স্থানীয় নেতাদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব। সকাল থেকে কেন্দ্রীয় ও জেলা অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা প্রয়াত মহাসচিবের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
সিলেটভিউ ২৪ডটকম/১৬ মার্চ ২০১৯/এমএইচআর

সৌজন্যেঃ সময় টিভি

শেয়ার করুন

আপনার মতামত দিন