আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

'যারা ভিন্ন মত সহ্য করতে পারে না, তারা গণতন্ত্রের কথা বলবে কেন?'

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-২৩ ১৬:৩২:২৬

সিলেটভিউ ডেস্ক :: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা ভিন্ন মত সহ্য করতে পারে না, যাদের মধ্যে ন্যূনতম সহনশীলতা নেই, তারা গণতন্ত্রের কথা বলবে কেন। তাদের সরাসরি নর্থ কোরিয়ার কিমের মতো বলা উচিত যে আমি একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাস করি, আমি যা বলব সেটাই আইন। সেটা বললেই তো হয়ে যায়।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, যে রাজনীতি মানুষের কথা বলে সে রাজনীতি কখনও পরাজিত হবে না।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সাহিত্য সংগীতের মাধ্যমে মানুষের মধ্যে আন্দোলনের বোধ জাগ্রত করতে জাসাসের প্রতি আহ্বান জানাচ্ছি।



সিলেটভিউ ২৪ডটকম/২৩ মার্চ ২০১৯/গআচ

সৌজন্যে: বিডি-প্রতিদিন

শেয়ার করুন

আপনার মতামত দিন