আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

স্বাধীনতার লক্ষ্য থেকে দেশ ষোলআনাই পথভ্রষ্ট : মান্না

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-২৬ ১৩:১২:৩৭

সিলেটভিউ ডেস্ক::  নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, বাংলাদেশ স্বাধীনতার লক্ষ্য থেকে ষোলআনাই পথভ্রষ্ট হয়েছে। এমন দেশ আমরা চাইনি। আমাদের চাওয়া ছিল একটি কল্যাণকর রাষ্ট্র।

মঙ্গলবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরো  বলেন, আমাদের চাওয়া ছিল একটি কল্যাণকর রাষ্ট্র, যেখানে মানুষের সব ধরনের অধিকার থাকবে। কথা বলার অধিকার থাকবে, ভোটের অধিকার থাকবে, ভাতের অধিকার থাকবে।

মুক্তিযুদ্ধের চেতনার ধারে কাছেও নেই আজকের বাংলাদেশ- এমন মন্তব্য করে তিনি ক্ষমতাসীনদের প্রতি প্রশ্ন রাখেন- রাতে ভোট দেয়া কি মুক্তিযুদ্ধের চেতনা?

তিনি আরো বলেন, এ দেশে এখন রাতে ভোট হয়। ব্যাংক ডাকাতি, শেয়ারবাজার লুটসহ রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হচ্ছে। আমরা এমন বাংলাদেশের জন্য ১৯৭১ সালে যুদ্ধ করিনি।
সিলেটভিউ ২৪ডটকম/২৬ মার্চ ২০১৯/এমএইচআর

সৌজন্যেঃ বিডি প্রতিদিন

শেয়ার করুন

আপনার মতামত দিন