Sylhet View 24 PRINT

'নুসরাতের হত্যাকাণ্ড ম্লান করে দিয়েছে নববর্ষ উদযাপনকে'

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-১৪ ১৭:১১:৫৫

সিলেটভিউ ডেস্ক :: নুসরাত জাহান রাফির হত্যাকাণ্ড বাংলা নববর্ষ উদযাপনকে ম্লান করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

রবিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাফি হত্যাকাণ্ডের প্রতিবাদে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন তিনি।
বর্তমান সরকারের অধীনে সাধারণ মানুষের নিরাপত্তা নেই দাবি করে রিজভী বলেন, আইনের শাসন নেই বলেই সারা দেশে নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনা বেড়েই চলেছে। মানববন্ধন থেকে দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নুসরাত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন রিজভী।

রিজভী বলেন, আমরা এমন একটি অবস্থায় বসবাস করছি। সেখানে কারও নিরাপত্তা নেই। আজকে আপনার সন্তান স্কুলে যাবে সে ফিরে আসবে অগ্নিদগ্ধ হয়ে। না জীবন্ত ফিরে আসবে তার কোনো নিশ্চয়তা নেই। এই নিশ্চয়তা নেই সরকারের কারণে। নারী, শিশু লাঞ্ছিত হচ্ছে, নির্যাযিত হচ্ছে। কীভাবে নুসরাত জাহান রাফি লাশ দেখে আমরা উৎসব করতে পারি?


সিলেটভিউ ২৪ডটকম/১৪ এপ্রিল ২০১৯/গআচ

সৌজন্যে : বিডি-প্রতিদিন

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.