Sylhet View 24 PRINT

বিএনপির শরিকরা পালাতে শুরু করেছে: হাছান মাহমুদ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-০৮ ১৬:৩৫:৪৭

সিলেটভিউ ডেস্ক :: আন্দোলন-সংগ্রামে ব্যর্থ বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি দলটির নেতাকর্মীদের চরম হতাশা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, হতাশা থেকে বিএনপির নেতাকর্মীরা দল ছাড়তে শুরু করেছেন। এমনকি ২০ দলের শরিকরাও পালাতে শুরু করেছেন।

অগ্নিকন্য প্রীতিলতা ওয়াদ্দেদার ১০৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, যাদের মধ্যে কোনো চেতনা নেই, আদর্শ নেই সেই দল বেশি দিন টিকে থাকতে পারে না। তারা ক্ষমতার জন্য রাজনীতি করে, দীর্ঘদিন ধরে ক্ষমতায় না থাকায় দলের নেতাকর্মীরা হতাশ হয়ে দল ছাড়তে শুরু করেছে। এমনকি তাদের নেতৃত্বাধীন ২০-দলীয় জোট থেকে ইতিমধ্যে কয়েকটি দল পালাতে শুরু করেছে। তিনি বলেন, বিএনপির জন্মটা ভালো না হলেও অনেকে মনে করেছিল ভালো নেতৃত্বের মাধ্যমে ভালো কিছু পাওয়া যাবে। কিন্তু সেটি আর হয়ে ওঠেনি।

সন্ত্রাসী সংগঠনের তকমা মুছতে বিএনপির শীর্ষ নেতৃত্ব পরিবর্তন আনার পরামর্শ দিয়ে তিনি বলেন, সন্ত্রাসী দলের তকমা মুছতে হলে বিএনপির এই শীর্ষ নেতৃত্ব পরিবর্তন আনতে হবে। আপনারা নেতৃত্বে পরিবর্তন এনে সন্ত্রাসী দলের তকমা মুছতে পারেন।

বিএনপির নেতৃত্বের কড়া সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, দুর্নীতির মামলায় তাদের শীর্ষ এক নেতা দণ্ড নিয়ে কারাগারে, অপর নেতা দণ্ড নিয়ে বিদেশে পালিয়ে বেড়াচ্ছে।

তারেক রহমানের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, যুদ্ধের ময়দান থেকে কয়েক হাজার মাইল দূরে বসে যুদ্ধক্ষেত্রে নির্দেশনা দিচ্ছে তারেক রহমান। ময়দানে যুদ্ধরতরা- এ নির্দেশনা সঠিক নয় বলছেন। আসলে যারা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য জঙ্গিদের সহযোগিতা নিয়ে গ্রেনেড হামলা করে তারা রাজনৈতিক দল হতে পারে না- এটি সন্ত্রাসী দল।

কানাডার আদালতও সন্ত্রাসী দল হিসেবে রায় দিয়েছে জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপিকে কানাডার আদালতেও সন্ত্রাসী দল হিসেবে রায় দিয়েছেন। যারা ক্রমাগত সন্ত্রাসী কর্মকাণ্ড করে যাচ্ছে।

আলোচনাসভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার।



সৌজন্যে : যুগান্তর

সিলেটভিউ ২৪ডটকম/০৮ মে ২০১৯/গআচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.