আজ মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ইং

কেরানীগঞ্জে বেগম জিয়ার আদালত স্থানান্তরের বিরুদ্ধে হাইকোর্টে রিট

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-২৬ ১৫:১৮:১৯

সিলেটভিউ ডেস্ক:: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিচারে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের ভেতর আদালত স্থানান্তরের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছেন তার আইনজীবীরা।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিটটি করেন তারা। আগামীকাল সোমবার (২৭ মে) বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন অবকাশকালীন বেঞ্চে এ রিটের শুনানি হবে বলে জানিয়েছেন বেগম জিয়ার আইনজীবীরা।

এর আগে, গেলো সপ্তাহে রেজিস্ট্রি ডাকযোগে আদালত স্থানান্তরের গেজেট প্রত্যাহার চেয়ে আইন সচিবকে লিগ্যাল নোটিশ দেন তার আইনজীবীরা।

গেলো ১২ মে নাইকো, গ্যাটকো, বড় পুকুরিয়াসহ ১৭ মামলার বিচারে কেরানীগঞ্জ কারাগারে অস্থায়ী আদালত স্থানান্তর করে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।
সিলেটভিউ ২৪ডটকম/২৬ মে ২০১৯/এমএইচআর

সৌজন্যেঃ সময় টিভি

শেয়ার করুন

আপনার মতামত দিন