আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

খালেদা জিয়ার মানহানি মামলার শুনানি পিছিয়ে ১৫ জুলাই

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-১৮ ১৪:২৮:০৩

সিলেটভিউ ডেস্ক :: গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জ গঠনের বিষয়ে শুনানি আবারও পিছিয়ে আগামী ১৫ জুলাই সোমবার দিন ধার্য করেছেন আদালত।

কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের সামনে নবনির্মিত ২ নম্বর ভবনের অস্থায়ী আদালতে আজ মঙ্গলবার (১৮ জুন) ঢাকা বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু সৈয়দ দিলজার হোসেনের আদালতে মামলাটি চার্জ শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন থাকায় এদিন তাকে আদালতে হাজির করেনি কারা কর্তৃপক্ষ।
খালেদা জিয়ার আইনজীবীরা শুনানিতে আদালতকে বলেন, খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এ অবস্থায় আসামির অনুপস্থিতিতে চার্জ শুনানি করা আইনসম্মত হবে না। এজন্য চার্জ শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন আইনজীবীরা।

দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল সময়ের আবেদনে কোনো আপত্তি না করায় পরবর্তী শুনানির তারিখ ১৫ জুলাই দিন ধার্য করেন আদালত।

সৌজন্যে : বিডি প্রতিদিন

সিলেটভিউ ২৪ডটকম/ ১৮ জুন ২০১৯/মিআচ

শেয়ার করুন

আপনার মতামত দিন