আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

বিএনপির সক্ষমতা থাকলে আন্দোলন করে দেখাক: কাদের

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-২২ ১৭:৩৫:১২

সিলেটভিউ ডেস্ক :: আন্দোলন করে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করা হবে- দলটির এমন ঘোষণার জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তারা (বিএনপি) আন্দোলন করবে তো বারবারই বলে বেড়াচ্ছে। এখনো সেই পুরনো কথারই পুনরাবৃত্তি আমরা শুনতে পাচ্ছি। তাদের যদি সেই সক্ষমতা থাকে তবে আন্দোলন করে দেখাক। ১০ বছরে তো ১০ মিনিটের একটি আন্দোলনও দেখলাম না। কখন দেখবো জানি না।

শনিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক ডেকে শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির পদক্ষেপ নেওয়া হবে।

আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ইতোমধ্যে মাসব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে। কেন্দ্রীয়ভাবে তিন দিনের কর্মসূচি পালন করা হবে। আমাদের কর্মসূচির প্রস্তুতি ইতোমধ্যে দৃশ্যমান। উপজেলা পর্যন্ত ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আমরা ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিয়েছি।


সৌজন্যে : বিডি-প্রতিদিন

সিলেটভিউ ২৪ডটকম/ ২২ জুন ২০১৯/গআচ

শেয়ার করুন

আপনার মতামত দিন