Sylhet View 24 PRINT

হরতালের রাজনীতি এখন ভোতা হয়ে গেছে: নাসিম

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-০৪ ১৫:৩৬:০৮

সিলেটভিউ ডেস্ক :: হরতালের রাজনীতি এখন ভোতা হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলীয় জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি বলেন, গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে কয়েকটি রাজনৈতিক দল হরতাল ডেকেছে। হরতালের রাজনীতি এখন ভোতা হয়ে গেছে। হরতাল দিয়ে নৈরাজ্য করে, হৈচৈ করে লাভ হবে না। যারা ডেকেছেন তাদের বলবো হরতাল প্রত্যাহার করুন।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু একাডেমির উদ্যোগে চলমান রাজনীতি বিষয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মোহাম্মদ নাসিম।
তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সব অপরাধের বিচার হচ্ছে। নিম্ন আদালতে বিচারের পর সেটা উচ্চ আদালতে আটকে যাচ্ছে, সময় লাগচ্ছে। আমি আইনমন্ত্রীকে বলবো উচ্চ আদালতে এ বিচারগুলো দ্রুত করার ব্যবস্থা করেন।
 
বঙ্গবন্ধু একাডেমির সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, কামাল চৌধুরী, ডা. দিলীপ রায় প্রমুখ।

সৌজন্যে: বিডি প্রতিদিন

সিলেটভিউ ২৪ডটকম/০৪ জুলাই ২০১৯/মিআচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.