Sylhet View 24 PRINT

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম দলগুলোর মিছিল, সমাবেশ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-০৭ ১০:০৮:৪৮

সিলেটভিউ ডেস্ক :: গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ডাকা অর্ধদিবস হরতালের সমর্থনে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট।

জানা গেছে, হরতালের সমর্থনে আজ রবিবার সকাল সাড়ে ৬টায় পল্টন মোড় থেকে একটি মিছিলটি নিয়ে বিজয়নগর, কাকরাইল এলাকাসহ কয়েকটি স্থানে যায় বাম জোটের নেতা-কর্মীরা। এ সময় তারা গ্যাসের মূল্য বৃদ্ধিসহ রাজনৈতিক নেতাদের হয়রানির প্রতিবাদ জানায়।
  
সেইসঙ্গে মিছিল থেকে দাবি করা হয়, হরতাল পালনের লক্ষ্যে  খুলনাসহ দেশের বিভিন্ন এলাকায় আয়োজিত মিছিলে পুলিশ  হামলা চালিয়েছে ও গ্রেপ্তার করেছে। 

বাম গণতান্ত্রিক জোটের সাবেক সমন্বয়ক সাইফুল হক বলেন, ‘জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করছে। পুলিশ দিয়ে হামলা করে হরতাল ঠেকানো যাবে না।’

মিছিলে অংশ নেন বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা, এনডিপির মহাসচিব মো. মঞ্জুর হোসেন, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, সিপিবির রুহুল হোসেন প্রিন্সসহ অসংখ্য নেতাকর্মী।

বাম দলগুলোর এ কর্মসূচি চলাকালে পুলিশকে পল্টন মোড়ে জলকামান ও প্রিজন ভ্যান নিয়ে অবস্থান করতে দেখা গেছে।

সৌজন্যে: কালের কণ্ঠ

সিলেটভিউ ২৪ডটকম/০৭ জুলাই ২০১৯/মিআচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.