Sylhet View 24 PRINT

ঢাবি সিনেট থেকে শোভনের পদত্যাগ, রাব্বানীর কখন?

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-১৬ ১৭:২৭:১২

সিলেটভিউ ডেস্ক :: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামানের কাছে ঢাবির সিনেট থেকে অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছেন ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। অন্যদিকে সিনেট থেকে গোলাম রাব্বানীকে বহিষ্কারের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকালে উপাচার্য কার্যালয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কয়েকজন নেতা গিয়ে শোভনের পক্ষে এই চিঠি দেন বলে জানা গেছে।

গত ২৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে ৫ জন ছাত্র প্রতিনিধির মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস সিনেট সদস্য হিসেবে মনোনীত হয়।

বাকিরা হলেন- ডাকসু ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রাব্বানী ও সদস্য তিলোত্তমা শিকদার।

শোভনের অব্যাহতিপত্রের বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, অব্যাহতিপত্র পেয়েছি, বিধি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।


সৌজন্যে : পূর্বপশ্চিম
সিলেটভিউ২৪ডটকম/১৬ সেপ্টেম্বর ২০১৯/জিএসি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.