আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

ছাত্রলীগ কখনোই সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না : জয়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-০৯ ১৪:৩৫:২৭

সিলেটভিউ ডেস্ক :: বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, ছাত্রলীগ কখনোই কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। সংগঠনের পরিচয় ব্যবহার করে অতি উৎসাহী কোনো কর্মকাণ্ডকে ছাত্রলীগ ভবিষ্যতেও প্রশ্রয় দিবে না।

বুধবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয় বলেন, আবরার ফাহাদ হত্যাকাণ্ডে বুয়েট ছাত্রলীগের কতিপয় নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠায় আমরা দ্রুত সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করেছি। জড়িতদের বহিষ্কার করা হয়েছে।

এ সময় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, দ্রুত সময়ে হত্যাকাণ্ডে জড়িত ১৯ জনের ১৩ জনকে গ্রেফতার করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানাই।

এর আগে সোমবার রাতে আবরার হত্যাকাণ্ডে বাংলাদেশ ছাত্রলীগের তদন্ত কমিটির তথ্যের ভিত্তিতে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় ১১জন নেতাকর্মীকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।

একইসঙ্গে এজহারের বাইরে হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসারও আহ্বান জানাই। এক্ষেত্রে ছাত্রলীগ সব ধরনের সহযোগিতা করবে।


সৌজন্যে : ডেইলি বাংলাদেশ

সিলেটভিউ২৪ডটকম/০৯ অক্টোবর ২০১৯/মিআচৌ



@

শেয়ার করুন

আপনার মতামত দিন