আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

ঐক্যফ্রন্টের র‌্যালিতে পুলিশের বাধা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-১৩ ১৮:৫১:২২

সিলেটভিউ ডেস্ক :: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে জাতীয় ঐক্যফ্রন্টের নাগরিক র‌্যালিতে পুলিশের বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

রোববার বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা জাতীয় প্রেসক্লাবে আলোচনাসভা শেষ করে র‌্যালি করতে গেলে পুলিশের বাধার সম্মুখীন হন।

র‌্যালিতে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, প্রেসিডিয়াম সদস্য তানিয়া রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরাম নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অধ্যাপক আবু সাঈদ প্রমুখ অংশ নেন।

র‌্যালিতে পুলিশি বাধার তীব্র নিন্দা জানিয়ে সরকারের কঠোর সমালোচনা করেন আ স ম আবদুর রব।

তিনি বলেন, সরকার ভীত হয়ে গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দিচ্ছে। বাধার প্রতিবাদে আগামী ২২ অক্টোবর প্রতিবাদ সভার ঘোষণা দেন রব।


সৌজন্যে : জাগোনিউজ২৪
সিলেটভিউ২৪ডটকম/১৩ অক্টোবর ২০১৯/জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন