আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

যুবলীগের বয়সসীমা ৫৫ বছর

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-২০ ২১:৫১:৩৪

সিলেটভিউ ডেস্ক :: বাংলাদেশ আওয়ামী যুবলীগের আসন্ন সম্মেলনকে সামনে রেখে বয়সসীমা ৫৫ বছর নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে, চয়ন ইসলামকে আহ্বায়ক এবং হারুনুর রশিদকে সদস্য সচিব করে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

রোববার (২০ অক্টোবর) গণভবনে যুবলীগের নেতাদের সঙ্গে সংগঠনটির সাংগঠনিক নেত্রী, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকের একটি দায়িত্বশীল সূত্রে বিষয়টি জানা গেছে।

এই বৈঠকে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে বহিষ্কার করার সিদ্ধান্তও হয়েছে। ৭১ বছর বয়সী ওমর ফারুক চৌধুরী দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান শুরুর পর গ্রেফতার অনেকের মুখে তার নামটি এসেছে বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।


সিলেটভিউ২৪ডটকম/২০ অক্টোবর ২০১৯/ডেস্ক /জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন