আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

তাবিথের ওপর হামলার তদন্ত করছে ইসি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-২১ ১৮:৫৬:১৬

সিলেটভিউ ডেস্ক :: রাজধানীর গাবতলীর আনন্দনগর তেলের মিল এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের ওপর হামলার ঘটনায় তদন্ত করছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর এ তথ্য জানান।

তাবিথ আউয়ালের ওপর হামলার অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো. আলমগীর বলেন, ‘এ ব্যাপারে বিএনপি তাৎক্ষণিকভাবে কমিশনের কাছে অভিযোগ করেছে। কমিশন শুনেছে এবং সঙ্গে সঙ্গে রিটার্নিং কর্মকর্তাকে তদন্ত করে একটি প্রতিবেদন দেয়ার জন্য বলেছে।’

বেলা সোয়া ১১টার দিকে ওই এলাকায় গণসংযোগ করছিলেন তাবিথ আউয়াল, এ সময় পেছন থেকে হঠাৎ করে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। ইট তাবিথের শরীরে এসে পড়ে। এতে আহত হন তাবিথের কয়েকজন প্রচারকর্মী।

বিএনপির এ মেয়র প্রার্থীর সমর্থকদের অভিযোগ, ডিএনসিসির ৯ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী মুজিব সরোয়ার মাসুমের প্রত্যক্ষ নেতৃত্বে এ হামলা হয়েছে।

আগামী ১ ফেব্রুয়ারি ডিএনসিসি ও ডিএসসিসির নির্বাচন অনুষ্ঠিত হবে।

সৌজন্যে :: জাগোনিউজ২৪
সিলেটভিউ২৪ডটকম/২১ জানুয়ারি ২০২০/জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন