Sylhet View 24 PRINT

সরকারের শুভবুদ্ধির উদয় হয়েছে: রিজভী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-২৪ ১৯:৪৫:৪৪

সিলেটভিউ ডেস্ক :: বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের শুভবুদ্ধির উদয় হয়েছে। কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের সামনে সাংবাদিকদের এ কথা বলেন।

খালেদা জিয়ার মুক্তির সিদ্ধান্তের খবর পেয়ে বিএসএমএমইউতে বিএনপি নেতা-কর্মীরা জড়ো হওয়ায় করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ভিড় না করার অনুরোধ জানান রুহুল কবির রিজভী।

দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে দুই বছরেরও অধিক সময় ধরে কারাবন্দি খালেদা জিয়াকে করোনাভাইরাস মহামারীর মধ্যে আকস্মিকভাবেই মঙ্গলবার মুক্তি দেয়ার সিদ্ধান্ত জানায় সরকার।

এই খবর শুনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ প্রায় অর্ধশত নেতাকর্মী জড়ো হন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে, যেখানে চিকিৎসার জন্য এক বছরের বেশি সময় ধরে রয়েছেন তাদের নেত্রী। অর্ধশতাধিক সাংবাদিকও উপস্থিত হন সেখানে।

করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ এড়াতে জনসমাগম এড়ানোর নির্দেশনা রয়েছে। এ জন্য দেশ যখন ‘লকডাউন’-এর দিকে যাচ্ছে, তখন হাসপাতাল প্রাঙ্গণে ভিড় দেখে বিএসএমএমইউ কর্তৃপক্ষ ভিড় না করার অনুরোধ জানিয়ে মাইকিং শুরু করে। সবাইকে মূল ফটকের বাইরে যেতে অনুরোধ করা হয়।

এর পরিপ্রেক্ষিতে রিজভীও নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনার নিজেদের স্বাস্থ্যের প্রতি নজর দিন। নিজের জীবন বাঁচানোর দিক দেখতে হবে। এখানে অহেতুক ভিড় করবেন না। নেতাকর্মীদের প্রতি অনুরোধ, আপনারা আইসোলেশনে থাকুন, ভিড় করবেন না।

খালেদা জিয়াকে মুক্তি দিতে সরকারের সিদ্ধান্তের পর বিএসএমএমইউ প্রাঙ্গণে প্রথমে দেখা যায় বিএমএর সাবেক সভাপতি ডা. এ জেড এম জাহিদ হোসেনকে। সাড়ে ৪টার দিকে হাসপাতালে আসেন তিনি। এরপর সেখানে উপস্থিত হন রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, হাবিবউন নবী খান সোহেল, সাবেক এমপি আখতারুজ্জামান, মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ।

সৌজন্যে : যুগান্তর
সিলেটভিউ২৪ডটকম/২৪ মার্চ ২০২০/জিএসি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.