Sylhet View 24 PRINT

ঢাকা-৫ আসনে বিএনপির প্রার্থী সালাহ উদ্দিন, নওগাঁ-৬ এ রেজাউল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৯-১৪ ১৩:২২:১৮

সিলেটভিউ ডেস্ক :: উপনির্বাচনে ঢাকা-৫ আসনে সালাহ উদ্দিন আহমেদ ও নওগাঁ-৬ আসনে শেখ মো. রেজাউল ইসলামকে মনোনয়ন দিয়েছে বিএনপি।

রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে প্রার্থীদের ভার্চুয়াল সাক্ষাৎকারের একদিন পর রোববার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের একথা জানান।

তিনি বলেন, আমাদের দল ঢাকা-৫ আসনে সালাহ উদ্দিন আহমেদ ও নওগাঁ-৬ আসনে শেখ মো. রেজাউল ইসলামকে মনোনয়ন দিয়েছে।

এর আগে শনিবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা ভার্চুয়াল সাক্ষাৎকারে অংশ নেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর ঢাকা-৫ এবং নওগাঁ-৬ আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ হবে।

সাবেক সাংসদ সালাহ উদ্দিন আহমেদ বর্তমানের বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক। তিনি ১৯৯১ সাল থেকে তিন দফায় ধানের শীষের সাংসদ ছিলেন। শেখ মো. রেজাউল ইসলাম নওগাঁ জেলা কমিটির সদস্য যিনি আগে আত্রাই থানার সভাপতিও ছিলেন।

আওয়ামী লীগের হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা-৫, ইসরাফিল আলমের মৃত্যুতে নওগাঁ-৬, মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ-১ এবং সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা-১৮ আসন শূন্য হয়। ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচনের তফসিল এখনও ঘোষণা করা হয়নি।

সিলেটভিউ২৪ডটকম/১৪ সেপ্টেম্বর ২০২০/সমকাল/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.