আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

‘কীভাবে বের হব, গেটে গেলেই পুলিশ ধরে’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১১-১২ ২০:১৩:২৫

সিলেটভিউ ডেস্ক :: রাজধানীর কয়েক জায়গায় হঠাৎ​ বাসে আগুন দেওয়ার ঘটনার পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কার্যালয়ের সামনে পুলিশ সারি বেঁধে দাঁড়িয়ে আছে। কার্যালয়ে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, কাউকে বেরও হতে দিচ্ছে না পুলিশ।

জানা গেছে, এখন বিএনপির কার্যালয়ে সৈয়দ এমরান সালেহ, সাবেক প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তী, কেন্দ্রীয় ধর্মবিষয়ক সহসম্পাদক অমলেন্দু দাস, সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলামসহ ২০ জন নেতা-কর্মী অবরুদ্ধ হয়ে আছেন। তাঁরা বের হতে পারছেন না।

তাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘কীভাবে বের হব, গেটে গেলেই পুলিশ ধরে নিয়ে যাচ্ছে।’

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ গণমাধ্যমকে বলেন, ‘আজ দুপুর সাড়ে ১২টার দিকে আমরা দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করি। এরপর থেকেই পুলিশ কাউকে কার্যালয়ে ঢুকতে দিচ্ছে না। নেতারা বের হতে গেলে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। এ পর্যন্ত সাতজনকে পুলিশ আটক করে থানায় নিয়ে গেছে। এর মধ্যে কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমানও আছেন।’

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের বিষয়ে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সৈয়দ এমরান সালেহ। সেখানে কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এর মধ্যে কেন্দ্রীয় নেতা শিরিন সুলতানাসহ নারীনেত্রীরা বের হওয়ার সময় পুলিশ কাউকে আটকায়নি। কিন্তু অন্যরা বের হতে গেলে তাঁদের আটক করা হয়।




সিলেটভিউ২৪ডটকম/১২ নভেম্বর ২০২০/প্রথম আলো /জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন