Sylhet View 24 PRINT

যুবলীগের বড় দায়িত্বে বঙ্গবন্ধু পরিবারের ছয় সদস্য

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১১-২০ ২০:১৬:১৪

সিলেটভিউ ডেস্ক ::  আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের বড় দায়িত্ব পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিবারের ছয় সদস্য। যুবলীগ নিয়ে নানা বিতর্কের পর এবার জাতির জনকের পরিবারের সদস্যরা নেতৃত্বে থাকায় স্বস্তি প্রকাশ করেছেন সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

গত বছরের ২৩ নভেম্বর জমকালো কংগ্রেসের মধ্য দিয়ে যুবলীগের কেন্দ্রীয় কমিটি গঠিত হয়। যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির সন্তান শেখ ফজলে শামস পরশ সংগঠনের চেয়ারম্যান হন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয় মাইনুল হোসেন খান নিখিলকে। প্রায় এক বছর পর গত ১৪ নভেম্বর সন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

যুবলীগের পূর্ণাঙ্গ কমিটিতে বঙ্গবন্ধু পরিবারের পাঁচ রাজনৈতিক মুখের স্থান হয়েছে। যুবলীগ চেয়ারম্যান ছাড়াও এদের মধ্যে রয়েছেন শেখ সোহেল, শেখ ফজলে ফাহিম, মজিবুর রহমান চৌধুরী নিক্সন, ব্যারিস্টার তৌফিকুর রাহমান, ব্যারিস্টার শেখ ফজলে নাইম।

সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাগ্নে ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির বড় ছেলে। পরশের ছোট ভাই ঢাকা দক্ষিণ সিটির মেয়র ফজলে নূর তাপস।

বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ আবু নাসেরের ছোট ছেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেল যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হয়েছেন।

যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী সদস্য শেখ ফজলুল করিম সেলিমের ছেলে।

শেখ ফজলে ফাহিম এবং ব্যারিস্টার শেখ ফজলে নাইম যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশের আপন চাচাতো ভাই। যুবলীগের প্রতিষ্ঠাতা ফজলুল হক মনি এবং যুবলীগের সাবেক চেয়ারম্যান শেখ ফজলুল করিম সেলিম বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মেজ বোন শেখ আছিয়া বেগমের সন্তান।

আবার বঙ্গবন্ধু পরিবারের অপর সদস্য যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ফরিদপুর-৪ আসনের এমপি মুজিবর রহমান চৌধুরী নিক্সন। এমপি নিক্সনের বড় ভাই একাদশ জাতীয় সংসদে চিফ হুইপ মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরী লিটন। এমপি নিক্সন এবং চিফ হুইপ লিটনের বাবা গণপরিষদের প্রাক্তন সদস্য ও সাবেক সাংসদ ইলিয়াস আহমেদ চৌধুরী দাদাভাই বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বড় বোন ফাতেমা বেগমের সন্তান।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী কমিটি সদস্য হয়েছেন বঙ্গবন্ধুর সেজ বোন আমেনা বেগম এবং শহীদ আবদুর রব সেরনিয়াবাতের নাতি ব্যারিস্টার তৌফিকুর রাহমান। বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ তার মামা। ব্যারিস্টার তৌফিকুর রাহমান কবি শামসুর রাহমানের ভাই ব্যারিস্টার তোফায়েলুর রাহমানের ছেলে। তিনি বাংলাদেশ আওয়ামী আইনজিবী পরিশদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং নরসিংদী জেলা আইনজীবী পরিশদের সেক্রেটারি নির্বাচিত হন।গত জাতীয় নির্বাচনে নরসিংদী-৫ (রায়পুরা) আসনে মনোনায়ান প্রত্যাশী ছিলেন ব্যারিস্টার তৌফিকুর রাহমান।

শেখ ফজলুল করিম সেলিমের ছোট ছেলে ব্যারিস্টার শেখ ফজলে নাইম যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।



সিলেটভিউ ২৪ ডটকম/ ২০ নভেম্বর ২০২০ /ঢাকাটাইমস /জিএসি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.