আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইং

আমরা রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের দল করি : মোশাররফ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০১-১৮ ১০:৪২:৩৬

সিলেটভিউ ডেস্ক :: বিএনপি রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের দল দাবি করে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আমরা রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের দল করি।’

রোববার (১৭ জানুয়ারি) বিকেলে স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন ঢাকা বিভাগীয় সমন্বয়ক কমিটির এক সভায় তিনি এ কথা বলেন। রাজধানীর শাহজাহানপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় এই সভা অনুষ্ঠিত হয়।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করে নিজে রণাঙ্গনে নেতৃত্ব দিয়ে সেক্টার কমান্ডার, জেড ফোর্সের কমান্ডার হিসেবে রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন। তিনি যখন এই দল প্রতিষ্ঠা করেন তখন রণাঙ্গনে যারা মুক্তিযোদ্ধা ছিলেন তারাই এই দলে বেশিরভাগ যুক্ত হয়েছেন।’

বিএনপির এই নেতা বলেন, ‘আমরা দাবি করি, আমরা এমন দল করি যে দল স্বাধীনতার ঘোষকের দল এবং রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের দল।’

মোশাররফ বলেন, ‘আমরা কোনো চেতনার দল না। কেননা চেতনা কিন্তু বই পড়ে সৃষ্টি হয়, অন্য লোকের থেকে কথা শুনে বিভিন্ন কারণে চেতনা সৃষ্টি হতে পারে। কিন্তু সেরকম দল আমরা নই।’

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে ‘মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস’ তুলে ধরতে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় ঢাকা বিভাগীয় সমন্বয়ক কমিটির আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘সরকারি দল একাত্তরের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেনি। শুধু স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান ও তার দলকে খাটো করার জন্য তাদের (আওয়ামী লীগ) প্রচার-প্রচারণা চলছে। আমরা অনবরত রেডিও টেলিভিশনে তা দেখতে পারছি।’

তিনি আরও বলেন, ‘জিয়াউর রহমানের কৃতিত্বকে ছিনিয়ে নেয়ার জন্য আওয়ামী লীগ যেভাবে উঠে-পড়ে লেগেছে তার প্রতিরোধে যেমনি আমরা রাজপথে মিছিল করতাম তেমনি এই সুবর্ণজয়ন্তী যার যার সাধ্যমতো আমাদের পালন করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ যে যেখানে আমরা পারব শহীদ জিয়াউর রহমানের কৃতিত্ব ও পরবর্তী কার্যক্রম তিনি কী কী করেছেন দেশের জন্য তা আমরা তুলে ধরবো। এটাই হবে আমাদের লক্ষ্য।’

মির্জা আব্বাসের সভাপতিত্বে ও সদস্য সচিব ফজলুল হক মিলনের পরিচালনায় সভায় স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আব্দুস সালাম, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য তৈমুর আলম খন্দকার, আফরোজা খানম রীতা, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতন, আবুল কালাম আজাদ, আবদুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, হুমায়ুন কবির খান, তমিজ উদ্দিন, ফকির মাহবুব আলম স্বপন, মজিবরুর রহমান, এলবার্ট পি কস্টা, শামসুজ্জামান সুরুজ, অপর্ণা রায়, নিপুণ রায় চৌধুরী, মেহেরুন নেছা হক, আকম মোজাম্মেল, এস এম কবির জিন্নাহ, আজহারুল ইসলাম মান্নান, মোস্তাফিজুর রহমান দীপু ভুঁইয়া, রবিউল ইসলাম রবি, মাজহারুল আলম প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

সৌজন্যে : জাগোনিউজ ২৪

সিলেটভিউ২৪ডটকম/১৮ জানুয়ারি ২০২১/ডেস্ক/মিআচৌ-১২

শেয়ার করুন

আপনার মতামত দিন