Sylhet View 24 PRINT

ঘরের বাইরে আ.লীগের কোনো কর্মসূচি নয়: কাদের

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৩-৩০ ১৪:১৮:০২

সিলেটভিউ ডেস্ক :: করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় এখন থেকে রাজধানীসহ সারাদেশে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের যে কোনো কার্যক্রম বাইরে করা যাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে বলেন, স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে ঘরোয়াভাবে দলীয় কার্যক্রম পালন করতে হবে।

এসময় তিনি করোনার সংক্রমণ মোকাবেলায় সরকারের ১৮ দফা নির্দেশনা মেনে চলতে সবার প্রতি আহ্বান জানান।

ওবায়দুল কাদের করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সব অফিস ও কারখানায় অর্ধেক জনবল দ্বারা পরিচালনা এবং উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মানা, জনসমাগম সীমিত করার উপর গুরুত্বারোপ করেন।

এদিকে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিভাগীয় পর্যায়ে সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব পুনর্বণ্টনের নির্দেশ দেয়া হয়েছে। এখন থেকে চট্টগ্রাম বিভাগে- আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সিলেট বিভাগে- আহমদ হোসেন। আর রংপুর বিভাগে- সাখাওয়াত হোসেন শফিক দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

সিলেটভিউ২৪ডটকম/ঢাকাটাইমস/মিআচৌ-৭

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.