আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

মামুনুল হককে গ্রেফতার না করলে সোমবার হরতালের হুমকি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৪-০১ ১১:৪২:৫৮

সিলেটভিউ ডেস্ক :: আগামী রোববারের (৪ এপ্রিল) মধ্যে হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হক ও হরতালে নাশকতায় অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী পিপলস পার্টি।

একই সঙ্গে রোববারের মধ্যে তাকে গ্রেফতার করা না হলে সোমবার (৫ এপ্রিল) সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করা হবে বলে হুমকি দিয়েছে দলটি।

আজ (বৃহস্পতিবার) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ইসলামী পিপলস পার্টি আয়োজিত ‘ইসলামের নামে যারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে ইসলামের দৃষ্টিতে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া উচিত’-শীর্ষক আলোচনা সভা থেকে এ ঘোষণা দেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইন।

বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বিক্ষোভ দেখানোর সময় চট্টগ্রামের হাটহাজারীতে চার মাদরাসাছাত্রের মৃত্যু হয়। এর প্রতিবাদে হরতাল ডাকে হেফাজতে ইসলাম। হরতালে আবারও সহিংসতায় হতাহতের ঘটনা ঘটে।

সৌজন্যে : জাগোনিউজ ২৪

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/মিআচৌ-১৩

শেয়ার করুন

আপনার মতামত দিন