আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

‘৭ জানুয়ারি আবারও বিএনপিকে মাঠে নামতে দেয়া হবে না’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০১-০৫ ১৭:৪৫:৩৮

সিলেটভিউ ::  দশম জাতীয় সংসদ নির্বাচনের তৃতীয় বর্ষপূর্তির দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালনে রাজধানীতে আগামী শনিবারও বিএনপিতে মাঠে নামতে না দেয়ার হুঁশিয়ারি দেয়া হয়েছে আওয়ামী লীগের সমাবেশ থেকে। এই দিনটিকে ক্ষমতাসীন দল পালন করছে গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে।

দশম সংসদ নির্বাচনের তৃতীয় বার্ষিকীতে জেলায় জেলায় কালোপতাকা মিছিলের কর্মসূচি দিয়েছে বিএনপি। তবে রাজধানীতে তারা কোনো কর্মসূচি রাখেনি। তবে আগামী ৭ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি। এই সমাবেশ করতে আবেদনও করা হয়েছে। তবে এখন পর্যন্ত অনুমতি পায়নি দলটি।

আর গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে এই দিনে ঢাকার দুটি স্থানে সমাবেশ করছে আওয়ামী লীগ। বেলা তিনটার পর রাজধানীর রাসেল স্কয়ার এবং বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ শুরু হয়। রাসেল স্কয়ারের সমাবেশে যোগ দেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, প্রচার সম্পাদক হাছান মাহমুদ, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।

অন্যদিকে বঙ্গবন্ধু এভিনিউয়ের সমাবেশে যোগ দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, মোজাফফর হোসেন পল্টু, সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, সম্পাদকমণ্ডলীর সদস্য আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, আবদুস সবুর, দেলোয়ার হোসেন প্রমুখ।

বঙ্গবন্ধু এভিনিউয়ের সমাবেশে আওয়ামী লীগের নেতারা বলেন, আজকের মতো সাত জানুয়ারিও বিএনপিকে মাঠে নামতে দেবে না।

সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বলেন, ‘আমরা মহানগরের সকল নেতাকর্মীদের জানিয়ে দিয়েছি সাত জানুয়ারি বিএনপি যেন কর্মসূচির নামে কোন নৈরাজ্য করতে না পারে। আমরা সেদিন তাদের মাঠে নামতে দিবো না। কেউ নৈরাজ্য করার চেষ্টা করলে তাদেরকে দাতভাঙা জবাব দেয়া হবে’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ঘোষণা দিয়েছিলেন, ৫ জানুয়ারি বিএনপিকে গণতন্ত্র হত্যা দিবসের অনুষ্ঠান পালন করতে দেয়া হবে না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছিলেন, যতই বাধা আসুক, তাদের ঘোষিত কর্মসূচি পালিত হবেই।

সিলেটভিউ২৪ডটকম/০৫ জানুয়ারি ২০১৭/ডেস্ক/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন