আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

গ্যাটকো দুর্নীতি মামলা: সময় পেলেন খালেদা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০১-০৮ ১৪:১৭:১৮

সিলেটভিউ ডেস্ক :: গ্যাটকো দুর্নীতি মামলায় চার্জ শুনানির জন্য সময় পেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্য আসামিরা।রোববার (০৮ জানুয়ারি) খালেদা জিয়া অসুস্থ মর্মে সময়ের আবেদন করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া।

শুনানি শেষে ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন।

খালেদা জিয়ার অন্যতম আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ বিষয়টি বাংলানিউজকে জানান।
 
ঢাকার কমলাপুরে আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কন্টেনার হ্যান্ডেলিংয়ে গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানি লিমিটেডকে (গ্যাটকো) ঠিকাদার হিসেবে নিয়োগ দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর খালেদা জিয়া ও তার ছোট ছেলে (প্রয়াত) আরাফাত রহমান কোকোসহ ১৩ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
 
দুদকের উপ পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী বাদী হয়ে তেজগাঁও থানায় এ মামলা দায়ের করেন।

২০০৮ সালের ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয়।

সিলেটভিউ২৪ডটকম/৮জানুয়ারী২০১৭/ডেস্ক/এমইকে

শেয়ার করুন

আপনার মতামত দিন