আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের মধ্যে মারামারি, কমিটি স্থগিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৬-১৫ ০০:২৫:৪১

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ছাত্রলীগের সভাপতি নাজমুল হক ও সাধারণ সম্পাদক দেবাশীষ দাসের মধ্যে প্রকাশ্যে মারামারির ঘটনা ঘটেছে।

বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অবস্থিত প্রধান প্রকৌশলী ইঞ্জি. আজিজুর রহমানের কক্ষে পরস্পরের মধ্যে মারামারি হয়। এতে দুইজনই আহত হলেও মারাত্মক আহত কেউ হননি।

ঘটনার সময় উপস্থিত এক কর্মকর্তা জানান, কথা কাটাকাটির এক পর্যায়ে নাজমুল-দেবাশীষ একে-অপরকে মারধর শুরু করেন এতে তাদের দুইজনই রক্তাক্ত হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে সভাপতি নাজমুল হক ঘটনা অস্বীকার করে বলেন, না তেমন কিছুই হয়নি। আমি ও দেবাশীস একসাথেই আছি।

এ প্রতিবেদন লেখার সময় সভাপতি-সম্পাদকের মধ্যকার ঘটনার জেরে ক্যাম্পাসে ছাত্রলীগের দু'গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করে। তাদের অনুসারী কর্মীরা ক্যাম্পাসের শেরে বাংলা হল, কবি কাজী নজরুল ইসলাম হল, নবাব সিরাজ -উদ- দ্দৌলা হলে পরস্পর গ্রুপিং করে অবস্থান নেয়।

কমিটি স্থগিত: এদিকে শেকৃবি শাখা ছাত্রলীগের ঘটনার খবর পেয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের নের্তৃবৃন্দ নাজমুল ও দেবাশীষকে কেন্দ্রে ডেকে পাঠান। এসময় দুই জনের অভিযোগ শুনে শেকৃবি শাখা ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়। এ বিষয়ে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসাইন বলেন, ‘আমরা আলোচনা করে কমিটি স্থগিত ঘোষণা করেছি’।

শেয়ার করুন

আপনার মতামত দিন