আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

সিইসির পদত্যাগ চান কাদের সিদ্দিকী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১০-১৬ ১৬:৪৮:৩২

সিলেটভিউ ডেস্ক ::   জিয়াউর রহমানকে নিয়ে বক্তব্যের জের ধরে সংলাপ ‘বয়কট’ করে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার পদত্যাগ দাবি করেছে কাদের সিদ্দিকীর দল কৃষক শ্রমিক জনতা লীগ।

সোমবার ঢাকার নির্বাচন ভবনে গিয়ে ইসির সঙ্গে সংলাপ শেষে বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে ওই দাবির কথা বলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি।

কাদের সিদ্দিকী বলেন, “জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন- সিইসি এ কথা বলতে পারেন না। জিয়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে থাকলে কেউ না কেউ বহুদলীয় গণতন্ত্র হত্যা করেছ।”

রোববার বিএনপির সঙ্গে সংলাপে বসে দলটির নেতা সাবেক সামরিক শাসক জিয়াউর রহমানের প্রশংসা করেন প্রধান নির্বাচন কমিশনার নূরুল হুদা।

তিনি বলেন, ব্যক্তি হিসেবে এবং দলনেতা হিসেবে জিয়াউর রহমান চার বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেন।

“তার হাত দিয়েই দেশে বহুদলীয় গণতন্ত্র পুনপ্রতিষ্ঠা লাভ করে।”

কাদের সিদ্দিকী বলেন, “সিইসির বক্তব্যের সঙ্গে আমরা একমত নই। এ কারণে আমরা সংলাপ বয়কট করেছি। আমি তার পদত্যাগ দাবি করছি।”

সিলেটভিউ২৪ডটকম/১৬ অক্টোবর ২০১৭/ডেস্ক/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন