আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

ব্রাজিলের হাসপাতালে পেলে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০১-২০ ১১:১৭:০৭

সিলেটভিউ ডেস্ক :: পেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিশ্রান্ত হয়ে পড়ে গিয়েছিলেন ব্রাজিলের এই ফুটবল কিংবদন্তি।

৭৭ বছর বয়সী পেলের সপ্তাহান্তে লন্ডনে তার সম্মানে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশেনের (এফডব্লিউএ) আয়োজিত এক নৈশভোজে অংশ নেওয়ার কথা ছিল। সংস্থাটিই এক বিবৃতিতে জানায়, একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জেতা পেলের বিভিন্ন পরীক্ষা করা হয়েছে।

“তাকে স্যালাইন দেওয়া হচ্ছে এবং চিকিৎসকরা তার অবস্থা পর্যবেক্ষণ করছেন। পরিশ্রান্ত হয়ে পড়া ছাড়া অন্য কোনো সমস্যা ধরা পড়েনি।”

ব্রাজিলে হাসপাতালে ভর্তি পেলে আর লন্ডনের ওই অনুষ্ঠানে যেতে পারছেন না। এর আগেও কিডনি ও প্রস্টেটের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পেলে।

মস্কোয় গত ডিসেম্বরে ২০১৮ সালের বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে পেলে এসেছিলেন হুইলচেয়ারে বসে।

সর্বকালের সেরা ফুটবলার হিসেবে বিবেচিত পেলে তার ২১ বছরের ক্যারিয়ারে ১ হাজার ৩৬৩ ম্যাচে ১ হাজার ২৮১টি গোল করেন। এর মধ্যে ব্রাজিলের জাতীয় দলের হয়ে ৯১ ম্যাচে করেন ৭৭ গোল।

ব্রাজিলকে ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালের বিশ্বকাপ জেতাতে অবদান রাখা পেলেকে ফিফা শতাব্দীর সেরা ফুটবলার হিসেবে ঘোষণা করে।

সিলেটভিউ২৪ডটকম/২০ জানুয়ারি ২০১৮/ডেস্ক/আআ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন