আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

খাবার বিড়ম্বনায় কোহলিদের তুলকালাম কাণ্ড!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০২-২০ ০০:৩০:০৩

প্রোটিয়াদের বিপক্ষে অসামান্য নৈপুণ্য প্রদর্শন করে ওয়ানডে সিরিজ ৫-১ ব্যবধানে জিতে নিয়েছে বিরাট কোহলির টিম ইন্ডিয়া। সামনে টি-টুয়েন্টি সিরিজ। শেষটাও জয়ের ধারাবাহিকতায় শেষ করতে বদ্ধপরিকর কোহলি বাহিনী। কিন্তু সফরে খাবার নিয়ে চরম বিড়ম্বনায় রয়েছেন ধোনি-রোহিতরা।  আর মনের মত খাবার না পেয়ে এ নিয়ে রীতিমত তুলকালাম কাণ্ড হয়েছে ভারত শিবিরে!

খরা-পরিস্থিতির জন্য কেপটাউনে থাকার সময় পানীয় জলের প্রচণ্ড অভাবে ভুগেছে কোহলিরা। গোটা কেপটাউন শহরই এখন প্রায় পানিশূন্য।  পানির ব্যবহারও সীমিত ছিল জাতীয় দলের ক্রিকেটারদের জন্য। এর মধ্যে যোগ হয়েছিল পছন্দের খাবার না পাওয়া। এ নিয়ে সিরিজ চলাকালীন সময়েই সরবরাহকারী দুই ক্যাটারিং কোম্পানিকে শাস্তি দেওয়া হয়েছে।

জানা গেছে, সফরের শুরু থেকেই পরিবেশিত হওয়া খাবারে অসন্তোষ ছিল ভারতীয় ক্রিকেটারদের। এর জেরে প্রথম টি টোয়েন্টি খেলতে নামার আগে সেই দুটি ক্যাটারিং সার্ভিসকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এর পরিবর্তে সফরের বাকি দিনগুলিতে প্রিটোরিয়ার ভারতীয় রেস্তঁরা 'গীত' থেকে খাবার সরবরাহের ব্যবস্থা করা হয়েছে

'গীত রেস্তরাঁর ম্যানেজার স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, 'স্থানীয় সংস্থার খাবারে আপত্তি ছিল ভারতীয় ক্রিকেটারদের। তাই আমাদের ডাকা হয়েছে। আশা করি, পছন্দমতো খাবার দিয়ে আমরা কোহলিদের মুখে হাসি ফোটাতে পেরেছি। কেবলমাত্র ভারতীয় ক্রিকেটার এবং দলের অফিসিয়ালদেরই খাবার দিচ্ছি আমরা।'

শেয়ার করুন

আপনার মতামত দিন