আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

সেই আর্জেন্টাইনকেই দলে ভেড়াতে চায় রিয়াল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৭-২২ ০১:১৬:১০

মাওরো ইকার্দি। আর্জেন্টাই এ ফুটবলার বর্তমানে ইতালির ক্লাব ইন্টার মিলানের হয়ে খেলছেন। রাশিয়া বিশ্বকাপে সাম্পাওলির দলে ঠাঁই হয়নি ২৫ বছর বয়সী এ স্ট্রাইকারের। তাই বলে ইকার্দির চাহিদা এতটুকু কমে যায়নি। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ তাকে দলে ভেড়াতে চায় বলে জানাচ্ছে মার্কা ও দ্য সান।

রোনালদো চলে যাওয়ায় রিয়াল ‘প্রতিভাবান খেলোয়াড়’ কেনার দিকে নজর দিচ্ছে। ক্লাবটির প্রেসিডেন্ট পেরেজ কদিন আগে নিজেই এ কথা বলেন।

মার্কার দাবি, রিয়ালের চাহিদার কথা ইতিমধ্যে জেনে গেছে ইকার্দির বর্তমান ক্লাব ইন্টার মিলান। তারা নাকি বিকল্পও খুঁজতে শুরু করেছে।

ইতালিয়ান সিরি আ-র শেষ দুই মৌসুমে যথাক্রমে ২৪ ও ২৯ গোল করেছেন ইকার্দি। এর মধ্যে সর্বশেষ মৌসুমে সর্বোচ্চ গোলদাতা তিনি।

গত কয়েক বছরে রিয়ালে আর্জেন্টাইনদের পা খুব একটা পড়েনি। সর্বশেষ ডি মারিয়া রিয়াল মাদ্রিদ ছেড়েছেন চার বছর আগে। এরপর রিয়ালের মূল দলে আর কোনো আর্জেন্টাইনকে দেখা যায়নি।

শেয়ার করুন

আপনার মতামত দিন