আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-০৪ ১৩:৩৮:৪৬

সিলেটভিউ ডেস্ক :: আজ (০৪ সেপ্টেম্বর) থেকে মাঠে গড়াচ্ছে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। যেখানে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে বিকেল ৪ টায় মাঠে নামবে নেপাল ও পাকিস্তান। একই দিন সন্ধ্যা ৭ টায় ভুটানের মোকাবেলা করবে স্বাগতিক বাংলাদেশ।

প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়নশিপের মধ্য দিয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর টেলিভিশন সম্প্রচার যাত্রা শুরু করবে। সাফ চ্যাম্পিয়নশিপের প্রডাকশনের দায়িত্বে আছে বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইন।

এই আসরে গ্রুপ ‘এ’ তে আছে বাংলাদেশ, ভুটান, নেপাল, পাকিস্তান। গ্রুপ ‘বি’ তে আছে ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ।

গ্রুপ পর্ব শেষে ১২ সেপ্টেম্বর সেমিফাইনালের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৫ সেপ্টেম্বর ফাইনাল দিয়ে শেষ হবে সাফ ফুটবলের এই আসর।

২০০৩ সালে ঘরের মাঠে আয়োজন করে প্রথমবার শিরোপা জিতেছিল বাংলাদেশ।

সিলেটভিউ২৪ডটকম/০৪ সেপ্টম্বর ২০১৮/ডেস্ক/আআ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন