আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

কোহলিদের বেতন জানাল বিসিসিআই

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-১২ ০০:৩৮:২৮

এশিয়া কাপকে সামনে রেখে প্রস্তুত অংশগ্রহণকারী দলগুলো। তারই জের ধরে নিজেদের দলকে সামলে নিয়েছে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের মাটিতে শোচনীয় পারফরমেন্সের পর ঘুরে দাঁড়াতে মুখিয়ে আছে রবি শাস্ত্রীর দল। এরইমধ্যে আগস্ট মাসে কে কত বেতন পেয়েছেন তা জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

ভারতের অধিনায়ক বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলা বাবদ পারিশ্রমিক ও পুরস্কারমূল্য বাবদ পেয়েছেন ১ কোটি ২৫ লক্ষ ৪ হাজার ৯৬৪ টাকা। অন্যদিকে, ইংল্যান্ড সিরিজে পর অপসারণের আলোচনার মধ্যেই দলের কোচ রবি শাস্ত্রী পেয়েছেন ২ কোটি পাঁচ লক্ষ টাকা। হার্দিক পাণ্ড্য পেয়েছেন মার্চ ২০১৮ সাল পর্যন্ত প্রায় ৫১ লক্ষ টাকা। ইশান্ত শর্মা পেয়েছেন ৫৫ লক্ষের একটু বেশি। চেতেশ্বর পূজারা পেলেন ৩০ লক্ষ টাকার সামান্য বেশি। যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব, পার্থিব প্যাটেলরা পেয়েছেন যথাক্রমে ৬০ লক্ষ, ২৫ লক্ষ এবং ৪৩ লক্ষ টাকা।

পাশাপাশি বিসিসিআইয়ের উপদেষ্টা কমিটি আলাদা করে আলোচনা করছে রবি শাস্ত্রীকে নিয়েও। ইংল্যান্ডের মাটিতে টেস্ট ও ওয়ানডেতে হারার পর তাকে বরখাস্ত করার সম্ভাবনা ক্রমেই উজ্জ্বল হয়ে উঠছে। বিসিসিআই'রর এক প্রবীণ কর্মকর্তার কথায়, ‘‌কোচ নিয়ে পরের বৈঠকে অবশ্যই আলোচনা হবে। ১১ সেপ্টেম্বর আমরা বৈঠকে বসছি। সেখানে কোচ নির্বাচনের সময় ইংল্যান্ড সিরিজের ফলাফল অবশ্যই মাথায় রাখা হবে।’‌

শেয়ার করুন

আপনার মতামত দিন