আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে ভালো করতে চায় বাংলাদেশের নারীরা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-০৮ ১৪:০৪:৩২

সিলেটভিউ ডেস্ক:: নারী ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে গেল আসরের ব্যর্থতা ভুলে এবার ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে আরো ভালো করতে চায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মতো প্রতিপক্ষদের বিপক্ষে লড়তে হলেও, সামর্থ্যের সেরাটা দিতে পারলে, যেকোনো ফলাফল সম্ভব বলে মনে করেন টাইগ্রেস অধিনায়ক সালমা খাতুন। এদিকে, আসরের শিরোপা ধরে রাখতে বদ্ধ পরিকর স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।


 নারীদের ওয়ার্ল্ড টি টোয়েন্টির গেল আসরটা দু:স্বপ্নের মত কেটেছে বাংলাদেশের। গ্রুপ বি'তে ইংল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের কাছে হেরে শূন্য হাতেই বিদায় নিয়েছিলো বাংলার মেয়েরা। দু'বছর পর আবারো টি টোয়েন্টির বিশ্ব মঞ্চে নামছে বাংলাদেশ।

মালয়েশিয়ায় এশিয়া কাপ জয় দেশের নারী ক্রিকেটে সূচনা করেছে নতুন দিগন্তের। আসরের আগে প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডকে হারানোয় আত্মবিশ্বাসও বেড়েছে কয়েকগুণ। ৯ নভেম্বর শুরু হওয়া ওয়ার্ল্ড টি টোয়েন্টিতে প্রথম ম্যাচেই সালমাদের লড়তে হবে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এছাড়াও আসরে টাইগ্রেসদের অন্য দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। শক্ত সব প্রতিপক্ষ হলেও, ভাল করার ব্যাপারে আশাবাদী অধিনায়ক সালমা খাতুন।

ওয়ার্ল্ড টি টোয়েন্টির ষষ্ঠ আসরের আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। এ নিয়ে দ্বিতীয়বারের মত টি টোয়েন্টির বিশ্ব আসরের আয়োজক হচ্ছে তারা। নিজেদের মাঠে খেলা হওয়ায় শিরোপা ধরে রাখার বাড়তি চাপ স্টেফানির দলের ওপর। সমর্থকদের ভালবাসার জবাব শিরোপা জয় করেই দিতে চান ক্যারিবিয়ান অধিনায়ক।

ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক স্টেফানি টেলর বলেন, নিজেদের দর্শকদের সামনে ভাল খেলাটা সব সময়েই আনন্দের। আমাদের লক্ষ্য শিরোপা ধরে রাখা। এজন্য আমরা সামর্থ্যের সবটুকু দিয়ে প্রতিটা ম্যাচেই জয় পেতে চাই।

গেল বছর নারীদের বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে শিরোপা হাতছাড়া হওয়া ভারত এবার আর কোন ভুল করতে নারাজ।

ভারতের অধিনায়ক হারমানপ্রিত কর বলেন, বিশ্বকাপে আমরা শিরোপা জয় করতে পারিনি। তবে, সেখানে ভাল করেছে আমাদের দলের ক্রিকেটাররা। এবার সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরো ভাল করতে চাই।

বিশ্বকাপজয়ী ইংল্যান্ডের মেয়েদেরও লক্ষ্য ভাল খেলে শিরোপা জয় করা।

সিলেটভিউ ২৪ডটকম/০৮ নভেম্ভর ২০১৮/এমএইচআর






শেয়ার করুন

আপনার মতামত দিন