Sylhet View 24 PRINT

কাশ্মীর নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন শহীদ আফ্রিদি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-১৫ ০০:৪৮:০৬

পাকিস্তান সরকারের অস্বস্তি বাড়িয়ে কাশ্মীর ইস্যুতে বিতর্কিত মন্তব্য করে আলোচনার ঝড় তুলেছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। আফ্রিদি এমন এক সময় বিতর্কিত মন্তব্য করে বসলেন যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় এসেছেন সাবেক ক্রিকেট কিংবদন্তি ইমরান খান। এই পাক ক্রিকেট অধিনায়ক বলেছেন,‘পাকিস্তান কাশ্মীরকে চায় না...এমনকি পাকিস্তান তার চারটি প্রদেশও ঠিকভাবে পরিচালনা করতে পারে না।

ব্রিটিশ পার্লামেন্টে সেখানকার শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন ৩৮ বছর বয়সী আফ্রিদি। তার বক্তৃতাটি ভিডিও আকারে পোস্ট হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বক্তব্যের অনেকখানিই ছিল স্বদেশি সরকারের নীতি-নির্ধারকদের সমালোচনা।

আফ্রিদি বলেন, ‘আমি বলবো পাকিস্তান কাশ্মীরকে চায় না। এটা ভারতকেও ছেড়ে দেবেন না। কাশ্মীরকে স্বাধীন হতে দিন। তাতে অন্তত মানবতা বেঁচে থাকবে। মানুষকে মরতে দেবেন না…পাকিস্তান কাশ্মীর চাইবে কোত্থেকে…? দেশটিতো তার নিজের চারটি প্রদেশই সামলাতে পারে না…।’

তিনি বলেন, ‘সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানবতা। সেখানে মানুষ মারা যাচ্ছে, এটা কষ্টকর। যে কোনো মৃত্যুই কষ্টের, তা যে সম্প্রদায়েরই হোক না কেন।’ কাশ্মীরে গত এপ্রিলে কয়েক দফায় সংঘর্ষের পর এমন আরেকটি মন্তব্য করেছিলেন আফ্রিদি। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইট করে বলেন, ‘কাশ্মীরে আতঙ্কজনক ও উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এজন্য জাতিসংঘের হস্তক্ষেপ প্রয়োজন।’

তারও আগে ২০১৬ সালে আফ্রিদি আরেকটি মন্তব্যে বিতর্কের ঝড় তোলেন। তিনি বলেন, ‘কাশ্মীরের অনেক ভক্তই পাকিস্তানি ক্রিকেটারদের সমর্থন করে।’

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.